মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে ঘরের তালা কেটে দু’টি ব্যাটারি চালিত অটো রিক্সার চুরি হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে এ ঘটনায় অসহায় দু’টি পরিবারের উর্পাজনের একমাত্র পথ বন্ধ হয়ে পড়েছে।
চুরি হওয়া অটো রিক্সার একটির মালিক উজ্জল মিয়া ও অন্যটির মালিক ছিল সুলতান মিয়া। যে কারণে উজ্জলের ৫ জনের এবং সুলতানের ৭ জনের সংসারের আয়ের উর্পাজন ক্রম রন্ধ হয়ে এখন অসহায়ের মত দিনাতিপাত কাটছে।
এঘটনায় তারা থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করতে অনিহা প্রকাশ করেন। উল্লেখ্য উপজেলার অটো রিক্সা চুরির ও ছিনতাই হওয়ার উৎপাত দিনে দিনে বৃদ্ধি পেলেও এর কোন প্রতিকার না পেয়ে কেহ থানায় চাচ্ছে না।
একই এলাকায় গত কয়েকদিনে এদের দু’জন ছাড়াও জাহাঙ্গীর, মফিজ উদ্দিন ও মোবারকের অটো রিক্সা চুরি হলেও এদের কেহই থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেন নি বলে জানান ভুক্তভোগীরা।