মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নে সৎ মা, সেই ঘরের ছোট ভাই ও ভাগ্নিকে জবাই করে হত্যা করেছে এ পরিবারের ১ম সংসারের ছেলে নরঘাতক মো. তারেক।
শনিবার রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চিডু মেস্তরীর বাড়ীতে।
স্থানীয়রা ঘাতক তারেককে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা ও ইউপি সদস্য মো. হুমাউন কবির সবুজ জানান, ছিডু মেস্তরীর প্রথম সংসারের ছেলে তারেক। সে ঢাকায় থাকেন। দুইদিন আগে বাড়ীতে আসে। ঘটনার সময় সৎ মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা একপর্যায়ে তারেক তার সৎ মা ছকিনাকে জবাই করে হত্যা করে। ঘটনাটি দেখে ফেলায় সে তার সৎ মায়ের ছোট ছেলে মাহিনকে (৫) গলা কেটে হত্যা করে এরপর সে তার সৎ বোনের মেয়ে ভাগ্নি ফারিয়াকে (৪) জবাই করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক তারেক কে আটক করে এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রেরণ করে।
রামগতি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোছলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।