মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রামগতি উপজেলা শাখার পক্ষ থেকে মেঘনা নদীর ভাঙ্গণ কবলিত উপকূলীয় হতদরিদ্র শীতার্তদের মাঝে উপহারের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারী) সকালে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হাজিগঞ্জ বাজার ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মাঠে কয়েকশত শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্রনেতা মো. রাকিব। বিশেষ অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ঢাকা কলেজের তরুন ছাত্রনেতা মো. ইমরান নজির, ঢাকা মহানগর ছাত্রনেতা আশিকুর রহমান নাঈম, ছাত্র অধিকার পরিষদের চট্রগ্রাম বিভাগীয় নেতা সৌরভ গাজী, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সহ সভাপতি আবদুল হামিদ, ছিদ্দিকীয়া মাদ্রসার সুপার, কিন্ডার গার্টেন শিক্ষক ও সমাজসেবক সাইফুল ইসলাম, জেএসডি ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, বিশিস্ট ব্যবসায়ী আবু তাহের। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রনেতা নেয়ামুল হাসান শান্ত, ইব্রাহিম, আকবর, তানজিদ ও শামীম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা রাকিব বলেন, জীবন দিয়ে, রক্ত দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে সবার সম অধিকারে নিরাপদ বাসযোগ্য দেশ, ভাত-ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। লুটেপুটে খাওয়ার জন্য নয়। দেশ নিয়ে নানামূখী দেশী বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। তাই সকলকে সজাগ থাকতে হবে। ইনশাল্লাহ্ আমরা এদেশের মানুষের সার্বিক মুক্তির জন্য যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি। তাই আগে দেশ মেরামত বা সংস্কার পরে নির্বাচন।