মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরান খতম, ইয়াতিমদের ঈদ উপহার, ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজনের পাশাপাশি এবং দরিদ্র পৌর নাগরিকদের মাঝে ঈদ উপহার প্রদান করেছে এলাকার উদীয়মান দানশীল ব্যক্তিত্ত্ব নারী নেত্রী বিবি ফাতেমা ঝুমর।
বিএনপি ঘরানার এ নারী নেত্রী দ্বীর্ঘ জীবন থেকে পৌর এলাকার মানুষের সুখে দুখে প্রাকৃতিক দুর্যোগ, প্রচন্ড শীতে, জলাবদ্ধতার সময় বাড়িয়েছেন সাহায্যের হাত। এবারের ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়ার মানষে পৌর এলাকার সাধারন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে প্রদান করছেন টিউবয়েল, শাড়ি, লুঙ্গি, নগদ টাকা, খাদ্য সামগ্রী।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও জিয়া পরিবারের সকল সদস্যদের দ্বীর্ঘায়ু কামানায় তিনি কোরান খতম, মিলাদ মাফিল ও বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান খয়রাত, শিক্ষার্থীদে মাঝে নতুন জামা কাপড় সহ সর্ব সাধারনের মাঝে বিতরণ করেন এ ঈদ উপহার।
শনিবার সকালে পৌর ১নং ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে কয়েক হাজার সাধারণ মানুষের হাতে তুলে দেন এ সকল ঈদ উপহার সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শাহাব উদ্দিন সাবু, পৌর যুবদলের সদস্য সচিব মাষ্টার আবদুল করিম, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক উমায়ের হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, আমি এ এলাকার মেয়ে। আল্লাহ আমাকে অর্থবিত্ত দিয়েছেন। আমি আমার সাধ্যমত যতদূর পারছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।