১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ বিকাল ৫:৩৪ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর, আহত-৪

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২৪, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির বড়খেরি ইউনিয়নে মোবাইল ছিনিয়ে নিয়ে ছাত্রলীগের নেতার চাঁদা দাবিকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের ৪জন নেতা-কর্মী আহত হয়েছে। ঘটনার পর বিএনপি’র নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এক আওয়ামী লীগ নেতার তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর করে।

হামলায় আহতরা হলেন বড়খেরি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মামুন ও ছাত্রদল কর্মী মো. সাগর। স্থানীয়রা তাদের উদ্ধর করে হাসপাতালে ভর্তি করে।

বৃহস্পতিবার দুপুরে রামগতি উপজেলার উত্তর বড়খেরি ইউনিয়নে সরেজমিন গেলে এ তথ্য পাওয়া যায়। এর আগে মঙ্গলবার কয়েক দফায় ওই ইউনিয়নের চৌম্মাগো তেমুহনী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

স্থানীয় সুত্রে জানাযায় গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে স্থানীয় ছাত্রদল কর্মী রাব্বির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চাঁদা দাবি করে রবিন নামের এক স্থানীয় ছাত্রলীগ নেতা। ছাত্রদল কর্মী সাগর ও মেহরাজ এ ঘটনার প্রতিবাদ করলে তাদের উপর ক্ষুব্ধ হয় ছাত্রলীগের রবিন।
পরে চর রমিজ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিনুল আরমান হিমুর মধ্যস্থতায় ছিনিয়ে নেওয়া মোবাইলটি ফেরত দেয়।

পূর্বের ওই ঘটনার জের ধরে ঘটনার দিন ছাত্রদল কর্মী সাগর, মেহরাজ ঘটনাস্থল চৌম্মাগো তেমুহনী বাজারে গেলে চর রমিজ ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন বাবুর নেতৃত্বে ছাত্রলীগ নেতা রবিন, ইলিয়াস ও হাসান তাদের উপর অতর্কিত হামলা করে। খবর পেয়ে ছাত্রদলের মামুন ও হোসেন ঘটনাস্থলে আসলে তাদের উপরও হামলা করে ছাত্রলীগ নেতারা। হামলায় ছাত্রদলের চারজন নেতা আহত হয়।

হামলার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে পাশবর্তী ইউনিয়নের ছাত্রদলের নেতারা ঘটনাস্থলে এসে জড়ো হয়। পরে হামলাকারী ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাল্টা হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ নেতা তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

বাজার ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী ফজলুর রহমান লিঙ্কনসহ কয়েকজন জানান ছাত্রলীগ নেতা রবিন মোবাইল ছিনতাই করে চাঁদা নিতে না পারায় সাগর আর মেহরাজের উপর ক্ষুব্দ হয়। সেই জের ধরে সাগরকে পেয়ে সিমেন্টের চুলা দিয়ে তাকে বাজারের উপর প্রকাশ্যে মারধর করে। মারধরের খবর শুনে ছাত্রদল নেতা হোসেন আর মামুন ঘটনাস্থলে আসলে তাদের উপরও হামলা করা হয়। এসময় হোসেনের মাথা ফেঁটে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেব জানান পুর্ব শত্রুতা এ রাজনৈতিক প্রতিহিংসার জেরে ছাত্রদল নেতা হোসেন, আবদুল্লাহ আল মামুন সহ কয়েকজন মিলে আমাদের তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বিসমিল্লাহ ফার্মেসি, পিএনএস ফার্মেসি ও বাবু ট্রেডার্স নামক তেল দোকান ভাঙ্গচুর ও লুটপাট করে। এতে আমাদের অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান বিএনপি’র লোকজনের হুমকিতে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতা সহ আত্মগোপনে রয়েছেন তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত