১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:৪৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৪, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ব্যাঙের ছাতার মত গড়ে উঠছে অবৈধ ইটভাটা এতে করে ভয়াবহ হুমকির মুখে পড়েছে বৃহত্তর নোয়াখালীর শস্যভান্ডার হাইব্রিড ফসল সয়াবিনের মাদারল্যান্ড রামগতি।

জানা যায়, এক শ্রেণীর সুবিধাভোগীরা ফসলি জমি টার্গেট করে উপজেলার ২ টি ইউনিয়নে গড়ে তুলেছে বেশীরভাগ মাটি গিলে খাওয়ার কারখানা। এসএমবি, এএবি, এফএনবি, এএসআরবিসহ ১৬ টি অবৈধ ইটভাটা। সেই মাটি খেকোদের লুলুপ দৃষ্টিতে কৃষকের প্রাণের প্রিয় তিন ফসলী ক্ষেতের টপ সয়েল ইটভাটায় চলে যায় ফলে কৃষিতে ভয়াবহ বিপর্যয়ের আশংকা করছেন বিজ্ঞজনরা। অবৈধ ইটভাটার রসদ ও মালামাল আনা নেয়া বা ইট পরিবহনে ব্যবহার হচ্ছে পরিবেশের জন্য চরম ক্ষতিকারক অবৈধ উদ্ভট যানবাহন কেরকাট্রলি বা ট্রাক্টর ট্রলি। এ অবৈধ যানের কারণে গ্রামীণ সড়ক এবং পরিবেশের চরম ক্ষয়ক্ষতি হচ্ছে।

অবাধে যত্রতত্র ব্যাঙের ছাতার মত অবৈধভাবে কোন ধরনের আইন কানুন নিয়মনীতির তোয়াক্কা না করে যথাযথ কর্তৃৃপক্ষের অনুমোদন ছাড়াই পুরনো গুলির সাথে পাল্লা দিয়ে স্থাপন হচ্ছে নতুন নতুন ইটভাটা। সরকার এ সমস্ত আদিম পদ্ধতির ইটভাটা স্থাপন নিষিদ্ধ করলেও এখানে অসাধু কর্মকর্তাদের যোগসাজসে তা বৈধ। প্রতিবছর উচ্চ আদালতের নকল কাগজ তৈরি করে ভাটা মালিকরা আদালতের অনুমোদনের নাম ভাঙ্গিয়ে যুগযুগ চালিয়ে যাচ্ছেন অবৈধ ইটভাটা।

সরকার লাকড়ি নিষিদ্ধ করে গ্যাস/কয়লার ব্যবহারের নীতিমালা করলেও আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এ সকল অবৈধ ইটভাটায় বেআইনী স’মিল বসিয়ে গাছের গুড়ি কেটে ভাটায় পোড়াচ্ছে কাঠ। প্রতিটি ভাটায় রয়েছে বিশাল বিশাল লাকড়ির পাহাড়। বৃক্ষরাজি কেটে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে অন্যদিকে তাদের বেআইনী চিমনির কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে গ্রামের পর গ্রাম। আইনীভাবে চিমনির উচ্চতা ১২০ ফুট হলেও কার্যত অনেক ভাটার চিমনীর উচ্চতা ৫০ ফুটের কম। ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, কৃষি-বনবিভাগের ছাড়পত্রসহ ইট পোড়ানো লাইসেন্স ব্যতিরকে এসকল অবৈধ ইটভাটায় ইট তৈরিতে মাপে ২ ইঞ্চি কম দেয়া ছাড়াও মাটি না পাকিয়ে করছে নিন্মমানের ইট উৎপাদন। এ ইট দিয়ে টেকসই স্থাপনা নির্মাণ করা সম্ভব নয় বলে স্বংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান।

ব্রিকফিল্ড মালিক আলাউদ্দিন মাল জানান, আমরা সবাইকে ম্যানেজ করে ফিল্ড চালাই।

এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী উপ-পরিচালক মো. ছেরাজুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কেউ ভাটা স্থাপন করতে পারেনা। আমরা সহসাই অভিযান পরিচালনা করবো। অবৈধগুলো ভেঙ্গে দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার এসএম শান্তুনু চৌধুরী জানান, কোন অবৈধ ইটভাটা চলতে দেয়া হবেনা।

উপজেলা চেয়রম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, উচ্চ আদালতের আদেশ গোপন বা উপেক্ষা করে ১টি ইউনিয়নে কিভাবে ৮/৯ টি ভাটা স্থাপন হয় তা আমার বোধগম্য নয়।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত