মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ফেরার পথে নোয়াখালীর প্রভিটা ফিড এলাকায় সড়ক দূর্ঘটনায় ফয়সল আহাম্মদ নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার (৪ আগষ্ট) গভীর রাতে প্রভিটা ফিডের সামনে দাড়িয়ে থাকা কভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রামগতি থেকে ইট বোঝাই গাড়ী নিয়ে নোয়াখালীর সেনবাগ এলাকায় আনলোড করে নিজ বাড়ীর উদ্দেশ্যে ফোরার পথে প্রভিটার সামনে এলে তারা দূর্ঘটনার শিকার হন। এ সময় তার সাথে আরো এক যাত্রী ও সিএনজি ড্রাইবার গুরুতর আহত হয়।
আহতদের প্রথমে নোয়াখালী ও পরে উন্নত চিৎিসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। তবে তারা আশকামুক্ত বলে জানা গেছে।
নিহত ফয়সল চর আলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর হাসান হোসেন গ্রামের খবিরুল হকের ছেলে।
শনিবার বিকালে ফয়সলের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন দূর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।



















