১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ বিকাল ৫:১৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতি পৌরসভায় টাংকি আছে পানি নাই

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৮, ২০২৩ ১:২৯ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার পানি সরবরাহের জন্য কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন পানি সরবরাহ প্রকল্পটির প্রথম থেকেই ভূতুড়ে প্রকল্প হিসেবে স্বীকৃতি পেযেছে। চর আলগী ইউনিয়নে আঞ্চলিক মহাসড়কের জনপথের নীচ দিয়ে বে-আইনী ভাবে স্থাপিত পানি সরবরাহ পাইপ লাইনের কাজ বন্ধ করে দিয়েছে সড়ক বিভাগ। কোন প্রকার ভূমি অধিগ্রহন ছাড়াই এখন কৌশল করে পাইপ লাইন নেয়া হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীর ব্যাক্তিগত মালিকীয় যায়গার উপর দিয়ে গায়ের জোরে।

জানা যায়, পৌরসভায় একই প্রকল্প গ্রহন করে সাবেক মেয়র শাহেদ আলী পটু। তিনি প্রকল্পটির টেষ্টিং টিউবয়েল স্থাপন করতে গিয়ে প্রায় কেটি টাকা তছরুপ করেন। সে সময় জনস্বাস্থ্য ও বিশ^ব্যাংকের উচ্চ ক্ষমতা সম্পন্ন টেকনিক্যাল টিম পরিদর্শনের পর পৌর ভবনের সামনে স্থাপিত টিউবয়েলের মুখ সীলগালা করে বন্ধ করে দেয়া হয় এবং পানি সরবরাহ প্রকল্পটি বাতিল করে। বর্তমান মেয়র মেজবাহ উদ্দিন অর্থ লুটপাটের মানষে সচেতন সমাজের মতামতের তোয়াক্কা না করে একই প্রকল্প গ্রহন করেন। প্রথমেই পৌরসভার হাজার হাজার লোকের ব্যবহার্য্য পুকুরটি ভরাট করে সেখানে টাংকি স্থাপন করেন। রটনা রয়েছে পুকুর ভরাট করতে গিয়ে তিনি বিশাল অর্থ হাতিয়ে নিয়েছেন।

পৌরসভার অভ্যন্তরে পানি উত্তোলনের টিউবয়েল স্থাপন করে পানি না পাওয়ায় চর আলগী ইউনিয়নের রব রোড এলাকায় মানুষকে ভুল তথ্য দিয়ে স্থানীয়দের বাড়ীতে টিউবয়েল স্থাপন করেন। প্রকল্পটি বাস্তবায়নের আগেই পৌর নাগরিকদের কাছ থেকে পানি সংযোগের জন্য ফির নামে বিশাল অংকের টাকা আদায় করেন পৌর মেয়র। প্রায় ১ হাজার জন জেলে চাল নিতে গেলে তাদের কাছ থেকে বাধ্যতামূলক ভাবে পানির লাইনের টাকা আদায় করেন। অথচ জলাধার ও পানির সংযোগ লাইন দেয়ার সক্ষমতা রয়েছে ২৫ শত।

বিজ্ঞজনদের মতে, সরকারের ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারের অগ্রাধিকারকে পাশ কাটিয়ে প্রকল্পটিতে পানি ভূগর্ভ থেকে উত্তোলনের পর কোন প্রকার ট্রিটমেন্ট বা বিশুদ্ধ না করে সরবরাহ করার কারণে একদিকে পৌর নাগরিকদের রয়েছে সংযোগ নিতে অনীহা-অসন্তোষ। অন্যদিকে যে এলাকায় পানি উত্তোলন করা হবে সেখানের প্রায় এক কিলোমিটার এলাকায় বসবাসকারীদের টিউবয়েলে পানি স্তর নীচে নেমে যাওয়ার কারণে গভীর শংকা রয়েছে সে এলাকায় সুপেয় পানি প্রাপ্যতায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে জেগে উঠছে ক্ষোভ অসন্তোষ যা যে কোন সময়ে গণ বিস্ফোরণে রুপ নিতে পারে।

পৌর সূত্রে জানা যায়, স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটারী প্রকল্প (বিএমডব্লিউএসএসপি) এর আওতায় রামগতি পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন প্রকল্প। জিওবি, বিশ^ ব্যাংক ও এমইআইবি অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লক্ষ্মীপুরের বাস্তবায়নে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ১২, ০৬, ২০, ১৮৭. ১৯৬ টাকা চুক্তিমূল্যে নভেম্বর ২০২০ হতে এপ্রিল ২০২২ পর্যন্ত সময়ের মধ্যে ১৮ মাসের মধ্যে কাজটি বাস্তবায়ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেঘনা ষ্ট্রাকচারাল লিমিটেড।
সুফলভোগীরা জানায়, প্রধানমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন ভূ-উপরিভাগের পানি ট্রিটমেন্ট করে সরবরাহ প্রকল্পে। মেয়র সহ কিছু ব্যক্তির আর্থিক সুবিধার জন্য নেয়া হলো গভীর নলকূপ স্থাপন প্রকল্প। কাজ করতে গিয়ে খাতে খাতে করা হয়েছে বিশাল আর্থিক দুর্নীতি। বালু দিয়ে পৌরসভার পুকুর ভরাট, কথিত রয়েছে পুকুর ভরাটে মেয়র অর্ধ কোটি টাকা লুট করে। উল্লেখ্য যে, এই পুকুর পাড়ে দুইবার পৌর বরাদ্দ দিয়ে ঘাটলা নির্মাণ করে বিশাল অর্থের অপচয় করা হয়।

এছাড়া টাংকি নির্মাণ, টেষ্টিং টিউবয়েল স্থাপন, কয়েক কিলোমিটার পাইপ লাইন স্থাপন, বিল্ডিং নির্মাণ সহ বিভিন্ন খাতে চলছে নানান অনিয়ম দুর্নীতি, লুটপাট ও তুঘলকি কারবার করা হয়েছে। সড়ক বিভাগের অনুমতি ছাড়াই সড়ককে ক্ষতিগ্রস্ত করে পাইন লাইন স্থাপন করা হয়েছে। এছাড়া মাটি খুড়ে যে ফাপা যায়গার সৃষ্টি হয়েছে ভাইব্রেটিং না করায় তাতে কয়েক কিলোমিটার এলাকা ব্যাপী রাস্তার পাশ দিয়ে ক্যানেলের সৃষ্টি হয়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। কয়েকবার টেস্টিং টিউবয়েল বসানোর নামে করা হয়েছে সরকারের বিশাল অর্থের অপচয়। গুটি কয়েক ব্যক্তি হয়েছে মোটাতাজা। সংযোগ লাইনে দেয়া হচ্ছে নিন্মমানের পাইপ।

পৌর সূত্রে জানা যায়, এদিকে পানির সংযোগ দেয়ার সক্ষমতা রয়েছে ২৫ শত কিন্তু সকল জেলেদের জিআরের চাল আটকে বাধ্যতামূলক ভাবে তাদের কাছ থেকে সংযোগ ফি আদায় করা হয়েছে। পৌরসভায় যে কোন কাজে নাগরিকরা গেলে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে সংযোগ ফি।

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, পৌরসভার অভ্যন্তরে পানি উত্তোলনের জন্য যে টিউবয়েলগুলো বসানো হয়েছে তা সবগুলো সফল হয়নি। বর্তমানে চর আলগী ইউনিয়নে একটি স্থানে পান যোগ্য পানি পাওয়া গেছে। এ প্রকল্পের অধীনে পানি বিশুদ্ধকরণ বা লৌহ দূরীকরনের কোন ব্যবস্থা নেই। চর আলগীর যে এলাকায় টিউবয়েল বসানো হয়েছে সেখানকার পানির স্তর নীচে নেমে যাওয়ার ফলে মানুষ শুষ্ক মৌসুমে স্যালো টিউবয়েলের পানি না পাওয়ার সম্ভবনা রয়েছে। তবে বর্ষা মৌসুমে তেমন সমস্যা হবে না।

প্রকল্পের কনসালটেন্সি ফার্মের প্রকৌশলী রাসেল জানান, পানির টাংকির ধারন ক্ষমতা ৬ লক্ষ লিটার আর পৌর অভ্যন্তরে ২৫ কিলোমিটার সংযোগ লাইন নির্মাণ করা হবে।

জনস্বাস্থ্য প্রকৌশলী তানজিরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ২৫ শত পরিবারকে সংযোগ দেয়া যাবে যা পরবর্তিতে বর্ধিত করা হবে।
পৌর প্রকৌশলী জানান, কাজে কোন ধরনের অনিয়ম হয়েছে কিনা তা আমার জানা নেই।

সড়ক ও জনপথ অধিদপ্তর লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, কোন প্রকার অনুমোদন ছাড়াই সড়ককে ঝুকির মধ্যে ফেলে সড়ক আইন লংঘন করে পানির পাইপ লাইন নেয়া হচ্ছে শুনে আমরা বাঁধা দিয়েছি পৌর কর্তৃপক্ষ আমাদের জানায়, তারা সড়কের ঢালু অংশের পরে জনগনের ব্যক্তিগত ভূমির উপর দিয়ে পাইপ লাইন নেবে। কেউ সড়ক আইন লংঘন করলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

কমলনগরে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

কুলিয়ারচরে রামদী ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশন ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

রামগতিতে স্বপ্নযাত্রা এম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

রামগতি থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত

কমলনগরে গরম ও তাপদাহে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন জামায়াত

অষ্টগ্রামে শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান

কুলিয়ারচরে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

যারা শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করবে তাদের আওয়ামীলীগ করার অধিকার থাকবেনা