আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে মাহফিলের মাইকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ফারুক হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (৫মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর গ্রামের অলি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক ২নং নোয়াগাঁও ইউনিয়নের শৈরশৈ গ্রামের হাজী বাড়ির সোলাইমান হোসেনের ছেলে ও শৈরশৈ বাজারের জননী মাইক সার্বিসের শ্রমিক। খবর পেয়ে রামগঞ্জ থানার এসআই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
স্থানীয়রা জানায় হিরাপুর ৬মার্চ রবিবার ওলি বাড়ি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল থেকে ফারুক তার ভাইয়ের সাথে মাহফিলের মাইকের কাজ করছিল। বিকেল ৩ টার দিকে হঠাৎ করে বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক। তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।