৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৬:১০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ॥ মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৩০, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে (২৯শে মে) রবিবার সকালে ৭টায় পৌর শহরের সোনাপুর চৌরাস্তা, মৌলভী বাজার বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করেছে।

উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সেক্রেটারী রাকিবুল হাছান ও পৌর সেক্রেটারী হুমায়ুন কবির সাদ্দামের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে একইদিন সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের, সশস্ত্র হামলার প্রতিবাদ এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে, রামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভর নেতৃত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময়ে তারা রামগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চসহ রামগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে, রামগঞ্জ পৌর মুজিব চত্ত্বরে এসে শেষ করেন। এসময়ে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী মেহেদী হাসান শুভ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কূটক্তি করে কথা বলার কারণে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েলকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সর্বশেষ - কমলনগর উপজেলা