হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরের সিদলা ইউনিয়নের পিতলগঞ্জস্ত একটি অরাজনৈতিক মানবিক সংগঠন শিকড় ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩১মে)পিতলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।
এ দিন এই নির্বাচনে মোট ৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, সভাপতি পদে ডা.আশরাফুল ইসলাম নাঈম গরুর গাড়ী প্রতিক ১৯২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান মাহবুব হাতপাখা পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৪৩ ভোটে বিজয়ী মাসুদ রানা (ফজলে রাব্বি) চেয়ার প্রতিক,নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতিক আজাহারুল ইসলাম হিরো ১২ ভোট। সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ফুটবল প্রতিক পেয়েছেন ১২৭ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতিক হৃদয় মিয়া ৬৭ ভোট।
১৯২ ভোটে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তাওফিক আহম্মেদ রিকশা প্রতিকে, ২য় হয়েছেন জসিম উদ্দিন টেলিভিশন প্রতীক নিয়ে ৩৪ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম রাব্বি ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজীব মিয়া গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫ ভোট। তাইজুল ইসলাম তাজ দপ্তর সম্পাদক পদে হাঁস-প্রতিক নিয়ে পেয়েছেন ১৩৫ ভোট,১১৫ ভোট পেয়েছেন বাইসাইকেল প্রতীক নিয়ে মুস্তাফিজুর রহমান আপন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন ।