মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির বীজ আলুর ন্যায্য মূল্যের দাবীতে চাষীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (২৬ এপ্রিল) উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের পাকুন্দিয়া হোসেনপুর আঞ্চলিক মহাসড়কের জামাইল বাজারে সকাল ১১ টায় এ কর্মসূচি পালন করেন। কৃষি উন্নয়ন কর্পোরেশন কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া বিএডিসি (আলু বীজ) চর জামাইল ব্লকের কৃষকদের আয়োজনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচিতে কৃষকরা জানান কৃষকরা বিএডিসির কাছ থেকে চলতি বছর প্রতি কেজি বীজ আলর মূল্য ৬৬ টাকা থেকে ৮০ টাকা দরে দাম ধরা হলেও এবছর কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সংগ্রহ করা বীজ আলুর মূল্য প্রতি কেজি বীজ আলু ২৬ টাকা করে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। যা বিগত বছর ছিল ৩৫। যা কেজিতে ৯ টাকা করে কম দেওয়া হয়েছে। কৃষকেরা এ সময় বীজ আলুর মূল্য ৩৫ টাকা দেওয়ার দাবী রাখেন।
মানববন্ধনে বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে বক্তব্য রাখেন, আড়াইবাড়িয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম জুয়েল, কৃষক সৃজন মিয়া, জহুরুল হক, মজিবুর রহমান, মো. আবু নাঈম, মো. খাবেরুল ইসলাম, মো. বাদল মিয়া প্রমুখ।