ইফরানুল হক সেতু, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাজিতপুর-নিকলীর গণমানুষের নেতা, তারুণ্যের প্রতিচ্ছবি, সাবেক ছাত্রনেতা ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সক্রিয় সদস্য মুহাম্মদ বদরুল আলম শিপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে তিনি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে চান। শিপু বলেন “বাজিতপুর-নিকলীর জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত।
আমি তাদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করাই আমার অঙ্গীকার।” তিনি আরও বলেন “আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি, রাজপথে সংগ্রাম করেছি। জনগণের অধিকার আদায়ে কখনো পিছু হটিনি।
এখন সময় পরিবর্তনের, জনগণ সুশাসন ও স্বচ্ছ নেতৃত্ব চায়। আমি তাদের সেই আস্থার প্রতিদান দিতে চাই।” বিএনপির নেতাকর্মীরা মনে করেন, বদরুল আলম শিপুর অভিজ্ঞতা, ত্যাগ, সাহসিকতা ও গণমানুষের প্রতি ভালোবাসা তাকে বাজিতপুর-নিকলীর জন্য যোগ্য নেতা হিসেবে গড়ে তুলেছে। তারা আশাবাদী, তার নেতৃত্বে বাজিতপুর-নিকলী উন্নয়নের নতুন যুগে প্রবেশ করবে।
একজন স্থানীয় নেতা বলেন “শিপু ভাই শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি মানুষের হৃদয়ের নেতা। তার কাছে ব্যক্তি স্বার্থ নয়, জনগণের কল্যাণই মুখ্য। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনই প্রমাণ করে, তিনি আমাদের সবার নেতা।” বদরুল আলম শিপু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রসংসদের সাবেক জিএস (১৯৯৪) এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সক্রিয় সদস্য। প্রবাসে থাকাকালীন তিনি ইতালি বিএনপি’র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সিসিলি প্রভিন্সিয়াল বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন।
তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে একাধিক গায়েবি মামলা দেওয়া হয়, যার মধ্যে হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, নাশকতা ইত্যাদির অভিযোগ রয়েছে। এসব মামলার অধিকাংশই দায়ের করা হয়, যখন তিনি দেশে অনুপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সক্রিয়তার কারণে দেশে ফিরে আসার পথ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জনগণের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে তিনি বারবার দেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছেন, যদিও প্রতিবারই তাকে নতুন মামলার হুমকি ও গুমের আতঙ্কের মুখে পড়তে হয়েছে। বর্তমানে নির্বাচনী মাঠে সক্রিয় বদরুল আলম শিপু জনগণের কাছে তার পরিকল্পনা তুলে ধরছেন।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বাজিতপুর-নিকলীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান এই চারটি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তিনি বলেন, “আমি আপনাদের পাশে আছি, থাকব। অবহেলিত বাজিতপুর-নিকলীকে নতুন আলোয় উদ্ভাসিত করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার পথচলার শক্তি।” বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বদরুল আলম শিপু ও তার দলীয় নেতাকর্মীরা জনগণের দুয়ারে পৌঁছাচ্ছেন। তারা গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে জনগণকে বিএনপির দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাচ্ছেন।
বাজিতপুর-নিকলীর সাধারণ জনগণ ও তরুণ সমাজ বদরুল আলম শিপুর নেতৃত্বে আশার আলো দেখছেন। তারা মনে করছেন, আগামী নির্বাচনে তার বিজয় নিশ্চিত হলে এলাকার দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে এবং সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।