৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৬:০৮ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে জখম

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১১, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ

মঞ্জুরুল হক মঞ্জু ,পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো. জুয়েল মিয়া (২৭) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে তার বাম হাত থেকে তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বরাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং তিনি অগ্রণী ব্যাংক পাকুন্দিয়া শাখায় নৈশ প্রহরী হিসেবে চাকরি করেন। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে জুয়েল মিয়ার পরিবারের সঙ্গে পাশের টান লক্ষীয়া গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে আব্দুল কাদিরের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছে। আব্দুল কাদির সম্পর্কে জুয়েল মিয়ার মায়ের ফুফাতো ভাই। এ হিসেবে আব্দুল কাদির সম্পর্কে জুয়েল মিয়ার মামা হোন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জুয়েল ব্যাংক থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পূর্ব বিরোধের জেরে পথে আগে থেকে ওৎ পেতে বসে থাকা আব্দুল কাদির ও তার দুই সহযোগী আসাদ ও মাহিন এই তিনজন মিলে জুয়েলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায়। কোপে তার বাম হাতের তিনটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এছাড়া বাম হাতের কনুইয়ের উপরে হাড়সহ বেশিরভাগ অংশ কেটে যায়।

তার ডাক-চিৎকারে পথচারীরা ছুটে এসে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে প্রতিপক্ষের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা