১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১০:১৪ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৮, ২০২২ ১১:০০ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. আইয়ূব আলী (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ ইকোনমিক জোনের সামনে থেকে তার লাশ উদ্ধার করে কটিয়াদী হাইওয়ে পুলিশ। মৃত আইয়ূব আলী পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে আমরা শনিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ ইকোনমিক জোনের সামনে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করি। তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোন যানবাহনের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে তার লাশ পাঠানো হয়েছে।

তিনি মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন ছিলেন। এ জন্য তাঁকে শিকলে বেঁধে রাখা হতো। গতকাল শুক্রবার শিকল খুলে দেওয়ায় হঠাৎ তিনি বাড়ি থেকে বের হয়ে পড়েন। এরপর থেকেই তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা