মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পার্ট শিল্পের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল ১০টায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (প্রথম সংশোধিত) প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের পাট বীজ উৎপাদনকারী ৭৫ জন পাট চাষী কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন ঢাকা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক কামাল উদ্দিন।
এই সময় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার নূর এ আলম, কিশোরগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আবদুল জলিল, পাকুন্দিয়ার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন আরিফ। দিনব্যাপী প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট বীজ উৎপাদনে কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে পাটের ব্যাগ প্রদান করা হয়।