মঞ্জুরুল হক মঞ্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিক্সার সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত ইসলাম নাইম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার চিলাকাড়া নামক এলাকায় পাকুন্দিয়া-কিশোরগঞ্জ পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আমিনুল ইসলাম রিটনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে নাইম বাড়ি থেকে মোটর সাইকেলে করে জেলা শহর কিশোরগঞ্জ যাচ্ছিলেন। চিলাকাড়া নামক এলাকায় গিয়ে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি অটোরিক্সার সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাইম ছিটকে রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।
পাকুন্দিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। শুনেছি নিহতের লাশ নিজ বাড়িতে নিয়ে দাফনের ব্যাবস্থা করা হয়েছে।