মো. মনজুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া ২০২২-২৩ ইং অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এন এটিপি ২) প্রকল্পের আওতা সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সি আইজি কংগ্রেস কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূরে এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরর অতিরিক্ত পরিচালক শস্য সাইফুল হাসান আলামিন, অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুস সামাদসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের এন এ টিপি কৃষক সদস্য বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক শামীম।