মো. মঞ্জু রুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে -২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৪ জুন) দুপুর ১২ ঘটিকার সময় পাকুন্দিয়া পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজেমুল ইসলাম, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মো. আসাদ মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রশাসনের কর্মকর্তা বৃন্দু উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় জাঙ্গালিয়া ইউনিয়ান কে ০১ গোলে পরাজিত করি পৌরসভা জয়লাভ করে।