মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (৭ই নভেম্বর) ২০২১-২০২২ অর্থ বছরে এনএটিপি-২ প্রকল্পের আওতায় রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নের খলাপাড়া ব্লকে রোপা আমন কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি আদর্শ কৃষক প্রভাষক মাহবুবুর রহমান বাবুল।
উক্ত ব্লকের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, বিশেষ অতিথি ভোরের কাগজের নান্দাইল প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল আকন্দ, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগীতায় খলাপাড়া গ্রামের কৃষক মামুন মিয়ার ২৫ শতক জমিতে বিআর ৪৯ জাতের ধানের প্রদর্শনী করা হয়। এসময় এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।