মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা সহকারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, র্যালী, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, প্রধান অতিথি পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়া, অফিসার ইনচার্জ নান্দাইল মডেল থানা মো. মিজানুর রহমান আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক, মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার মো. মাজহারুল হক ফকির বক্তব্য রাখেন।
এছাড়া মুক্তিযোদ্ধাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।