৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৬:১০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৮, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: কিশোরগঞ্জে করিমগঞ্জ উপজেলা ঝাটিয়াপাড়া গ্রামে মন্ত্রণালয়ে চাকরির দেবেন বলে প্রলোভন দেখিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নাছিমা খানম শামু (৫০) নামে এক মহিলার বিরুদ্ধে।

অভিযুক্ত নাসিমা খানম শানু উপজেলার ঝাটিয়াপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার স্ত্রী এবং নান্দাইল উপজেলা পৌরসদর এলাকার পাছপাড়া গ্রামের মৃত আঃ হামিদ খান ও জুলেখা দম্পতির কন্যা।

অভিযোগ সূত্রে জানা গেছে, নাছিমা খানম শামু স্বামীর বাড়ি এলাকার ঝাটিয়াপাড়া গ্রামের মোঃ আঃ রউফের স্ত্রী নাছরিন আক্তারের ভাইকে মন্ত্রণালয়ে সরকারি চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে নাছরিন আক্তারের নিকট থেকে ৩ লাখ৫০ হাজার টাকা বিগত ১৪/০৬/২০২২ ইং তারিখে স্ট্যাম্পে স্বাক্ষর করে হাতিয়ে নেন। এর পর থেকে তিনি মোবাইলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের কথা বলে তালবাহানা করে যাচ্ছে।

ভুক্তভোগী নাছিরিন আক্তার বলেন, আমি একজন দরিদ্র পরিবারের মেয়ে। ভাইয়ের সুখের কথা চিন্তাকরে এই প্রতারক মহিলার খপ্পরের পরে আমার বাবা সুদে টাকা এনে দেয়।এখন আমার বাবা নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম। তিনি আরো জানান এই প্রতারক মহিলা এলাকায় নিজেকে অনেক বড় মাপের লোক বলে বেড়ায় এবং সব দপ্তরে চাকরী দেওয়ার ক্ষমতা রাখেন।

এ বিষয়ে অভিযুক্ত নাছিমা খানম শামুকে মোটো ফোনে যোগাযোগ করলে টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং চাকরি দেওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন চাকরি রেডি করেছিলাম এখন তারা চাকরি নিবেনা। টাকা ফেরৎ দিয়ে দিব। আপনার সাথে পরে কথা বলব বলে ফোন কেটে দেয়।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত