খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে সরকারি চাকুরীতে বয়সসীমা ৩৫ করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার বিকেলে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে গুরুদয়াল সরকারী কলেজের মুক্ত মঞ্চে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ৩৫ সম্বন্নয় পরিষদের মূল সম্বন্নয়ক মো. আনোয়ার হোসেন। এছাড়া কিশোরগঞ্জ জেলা সম্বন্নয়ক মো. রুহুল আমিন, মো. পরাগ আকন্দ, মো. মাহমুদ খান অপু, মো. মহিবুর রহমান, মো. মোশাররফ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ৩৫ সম্বন্নয় পরিষদের মূল সম্বন্নয়ক মো. আনোয়ার হোসেন।
কেন্দ্রীয় ৩৫ সম্বন্নয়ক মো. আনোয়ার হোসেন বক্তবে বলেন, বিশ্বের ১৬২ টি দেশ এবং সার্কভুক্ত সকল দেশে চাকরি আবেদনের বয়সীমা সর্বনিম্ন ৩৫/৪০/৪৫ /৫৯ এমনকি কোন কোন দেশে উনমুক্ত আমাদের পার্শবর্তি দেশ ভারতের সকল অঙ্গরাজ্য এমনি পশ্চিমবঙ্গে চাকরি আবেদনের বয়স সীমা ৩৬ এমত অবস্তায় আমাদের দেশেও চাকরি আবেদনের বয়সসীমা নুনতম ৩৫ করার জন্য বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
কোভিড-১৯ এ দেশের শিক্ষা ব্যবস্থা , রাজনৈতিক জটিলতা এবং ভয়াবহ সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর অনার্স ও স্নাতক সনদ অর্জন করতে ২৬-২৭ বছর লেগে যায়। তাছাড়া বর্তমানে চাকরির এবং একাডেমিক পড়াশোনার মধ্যে কোন মিল নেই একজন শিক্ষার্থীকে অনার্স মাস্টার্স ডিগ্রী অর্জন করার পর চাকরির বাজারে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলার জন্য যে ২-৩ বছর সময় পায়, যা যথেষ্ট নয়। বিগত সরকার তাদের নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্যে উল্লেখ করলেও তা বাস্তবায়ন করেননি।
১৯৯১ সালে গড় আয়ু ৪৭ বছর থাকার পরও বিএনপি সরকার চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে ৩০ করে। দুঃখজনক হলেও সত্য ২০১২ সালে মানুষের গড় আয়ু বৃদ্ধি হওয়ার যুক্তিতে বিগত সরকার অবসরের বয়স ৫৭ থেকে ৫৯ করে। এবং ২০২৩ সালে ৬০ করার পরিকল্পনা করে কিন্তু অবসরের বয়স বৃদ্ধি করা হলেও প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করেনি। যার কারনে দেশের উচ্চ শিক্ষিত বেকার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যার মতন জগন্য পথ বেছে নেয়। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদে এ বিষয়টি উপস্থাপন করার পর বিগত জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সংসদে একটি মিথ্যা কথা বলেন।
তিনি বলেন আওয়ামী লীগ সরকার ২৭ থেকে ৩০ করেছে এবং ৫৭ থেকে ৫৯ করেছে। বাংলাদেশের যুব নীতিতে ১৮- ৩৫ বছর পর্যন্ত একজন ছেলে মেয়েকে যুবক হিসেবে ধরা হলেও উচ্চ শিক্ষিত যুবক যুবতীদেরকে ৩০ বছরের গ-িতে সীমাবদ্ধ রাখে। সর্বশেষ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে আমার জোড় দাবি, আগামী ৭ (সেপ্টেম্বর) তারিখের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ না করা হলে আগামী ৭ (সেপ্টেম্বর) তারিখে ঢাকার শাহবাগে ৩৫ আন্দোলন শিক্ষার্থীদের মহাসমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান আয়োজন করা হয়েছে। ঐ দিন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মাঠ ছেড়ে আসবে না।