মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় “দৈনিক আমার সংবাদ” পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় দৈনিক আমার সংবাদ পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি আলি হায়দারের সভাপতিত্বে কুলিয়ারচর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেক কেটে ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের আহবায়ক গিয়াস উদ্দিন গিয়াস, কুলিয়ারচর প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক রফিক উদ্দিন, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ জহির উদ্দিন, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি হারুন চৌধুরী, দৈনিক যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি আহমেদ ফারুক, দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, বিজয় টিভির প্রতিনিধি আনোয়ারুল হক আমান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, মা ফার্মেসীর স্বত্বাধিকারী সোহেল মিয়া, সরজমিন বার্তার প্রতিনিধি ফারজানা আক্তার, দৈনিক পূর্ব কণ্ঠের নিজস্ব প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি জুয়েল মিয়া, জাগো প্রতিদিনের প্রতিনিধি সবুজ মিয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আমার সংবাদের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত বক্তৃরা আমার সংবাদ পত্রিকার সার্বিক মঙ্গল কামনা করে, আমার সংবাদ যেনো আগামী দিনের গণমানুষের মুখপাত্র হিসেবে সকল শ্রেণীর প্রিয় পত্রিকা হয়ে উঠে এ আশাবাদ ব্যক্ত করেন।