খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে ৬০০ শিক্ষার্থীর মাঝে তাঁর আত্মজীবনীমূলকগ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শোকের মাস আগস্ট উপলক্ষে জেলা যুবলীগের পক্ষ থেকে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। প্রধান অতিথি রাষ্ট্রপতির মেজোছেলে রাসেল আহমেদ তুহিন ছাত্র-ছাত্রীদের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বইটি তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কেবল আত্মজীবনী নয়, এটি বাংলাদেশের ইতিহাস। রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের মেলবন্ধন। এই বই ভবিষ্যতের দিশা হয়ে বাঙালি জাতিকে পথ দেখাবে বারবার। কাজেই দেশের সব নাগরিকের তো বটেই বিশেষ করে ছাত্রছাত্রীদের বইটি পাঠ করা কর্তব্যের মধ্যে পড়ে। বক্তরা সবাইকে বইটি পাঠ করে বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ কারার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা চেয়ারম্যাান মুহাম্মদ সোহেল, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নূরু, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যারন আব্দুস সাত্তার, হোসেনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারেজ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তসলিমা ইসলাম সুইটি, হোসেনপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুল হক, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম উজ্জল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল, রুহুল আমিন খানসহস্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।