মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে মৎস ডিপ্লোমাধারীরা ৫ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
কিশোরগঞ্জ মৎস ইনস্টিটিউট এর আয়োজনে বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৎস ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সাবেক ও বর্তমান সকল ডিপ্লোমাধারীগণ অংশ গ্রহণ করেন।
পাঁচ দফা দাবীর মধ্যে রয়েছে নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন ও ডিপ্লোমাধারীদের চাকুরির যোগ্যতা ডিপ্লোমায় ভর্তির যোগ্যতার সাথে সামঞ্জস্যকরণ। কৃষির ন্যায় ১০ম গ্রেডে উপসহকারী মৎস কর্মকর্তা পদে মাঠ পর্যায়ে পদ সৃজন ও নিয়োগ প্রদান করতে হবে।
ডিপ্লোমাধারীদের বিভিন্ন গবেষণাগারে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভিন্ন ইনস্টিটিউটে জুনিয়র ইনস্টাক্টর পদে নিয়োগের ব্যবস্থা করণ। মৎস সেক্টরে শূণ্যপদে নিয়োগ প্রদান ও উচ্চ শিক্ষা সহজকরণ ও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ডিপ্লোমাধারীদের জন্য আসন বরাদ্দকরণ করা।