শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ ঈদ উপহার বিতরণ করেন তিনি।
ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, পৌর মেয়র পারভেজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, সাবেক এমপি দিলারা বেগম আছমা, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাছুম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রেজওয়ান আহমেদ শুভ্র, যুবলীগ নেতা শাহ মুরাদ, রাব্বুল ইসলাম রাজু, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি। পরে ১ হাজার ৫’শত নারী পুরুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন অতিথিরা।


Please follow and like us: