খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: দুর্ঘটনা রোধ ও জনদুর্ভোগ এড়াতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কটি চার লেন করার দাবিতে মানববন্ধন করেছে গুরুদয়াল সরকারি কলেজ ফেইসবুক গ্রুপ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের আখড়াবাজার নজরুল চত্বরে গুরুদয়াল সরকারি কলেজ ফেইসবুক গ্রুপের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজ ফেইসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ও জাতীয় নাগরিক কমিটি কিশোরগঞ্জ জেলার অন্যতম প্রতিনিধি সাইফুল্লাহ সিদ্দিক হিমেল, গ্রুপের মডারেটর মুস্তাকিম হাসান, কলেজের শিক্ষার্থী কাউসার আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কটি ৪ লেনে উন্নীত করণ করতে হবে। জেলা মোটরযান মালিক সমিতির সাথে আলোচনা করে অনতিবিলম্বে কিশোরগঞ্জ-ভৈরব লোকাল বাস সার্ভিস চালু করতে হবে। কারণ লোকাল যাত্রীদের একমাত্র ভরসা হচ্ছে সিএনজি, অটো রিক্সা ও টমটম। সড়কে সুষ্ঠুভাবে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বিশিষ্ট সাইনবোর্ড স্থাপন করতে হবে। সার্বক্ষণিক পর্যাপ্ত পরিমান হাইওয়ে পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কিশোরগঞ্জ-ভৈরব লোকাল বাস সার্ভিস চালু হবার পর সড়কে সিএনজি, অটো রিক্সা ও টমটম চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে হবে। সড়ক সংলগ্ন দুই পাশে যত্রতত্র পার্কিং কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। সুনির্দিষ্ট এলাকাগুলোর গতি নির্ধারণ করতে হবে।
উল্লিখিত গতি লংঘনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। হেলমেটবিহীন মটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। সড়কে চলাচলকৃত যানগুলোর ফিটনেস এবং ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তার নিয়মিত তদারকি করতে হবে। ফিটনেসবিহীন যান ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।