সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরামের ইফতার পার্টি ২০২৩।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় কিশোরগঞ্জ গাংচিল কনভেনশর হলে এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এলবিয়ন আরএক্স এর এরিয়া ম্যানেজার মো. মাহবুবুল আলম মাহাবুব।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান আরিফ কার্য়কারী কমিটির পরিচিতি করান।
কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরাম এর সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও সিলক ফার্মাসিউটিক্যাল এর রি-জোনাল সেলস ম্যানেজার একেএম রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ও পপুলার ফার্মাসিউটিক্যাল এর রি-জোনাল সেলস ম্যানেজার মো. হাবিবুর রহমান, উপদেষ্টা ও এসিআই ফার্মাসিউটিক্যাল এর রি-জোনাল সেলস ম্যানেজার মৃণাল কান্তি সমরদার।
ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরাম এর যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল পাটওয়ারীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ম্যানেজার ফোরাম সহ-সভাপতি ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ও স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার মো. মাহাবুবুর রহমান আরিফ, সদস্য ও জেনারেল ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার আশরাফুল আলম কাজল।
মোনাজাত পরিচালনা করেন আপ্যায়ন ও বিচিত্রা সম্পাদক, অর্গাণিক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলী।
কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরাম এর সভাপতি মো. রফিকুল ইসলাম এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো।