খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য অভিন্ন মানদন্ডের আলোকে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ডিসেম্বর মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নাম ঘোষণা করেন।
এ সময় তিনি সারাদেশে অভিন্ন মানদন্ডের আলোকে পুরস্কার হিসেবে আব্দুল্লাহ আল মামুনের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন।
Please follow and like us: