মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের সংগঠন ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) ২০২৪ সকাল ১০ ঘটিকায় কমলনগর উপজেলা কৃষি অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকল পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল প্রার্থী নির্বাচিত হয়।
কমিটির অপরাপর সদস্যরা হলেন মো. রফিক উল্লাহ সভাপতি, আবদুর রহমান রিজবী সিনিয়র সহসভাপতি, মো. নুর নবী চৌধুরী সহ-সভাপতি, মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক, জামশেদ আলম মাতাব্বার যুগ্ন সাধারণ সম্পাদক, মো. ফজলুল কাদের সাংগঠনিক সম্পাদক, মো. রায়হান অর্থ সম্পাদক, অরুণ চন্দ্র দেবনাথ দপ্তর সম্পাদক, মো. জাহেদুল হাসান প্রচার ও প্রকাশনা তথ্য বিষয়ক সম্পাদক, সুমি আকতার সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক, ফয়েজ আহাম্মদ সদস্য।
নির্বাচনে রিটানিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন আবদুল মালেক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহকারি রিটানিং হিসাবে দায়িত্বে ছিলেন মো. আমির হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা।