১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:১৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

আলেকজান্ডার মডেল সরকারী পাইলটে আধুনিক খেলার মাঠ নির্মাণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি স্কুল থেকে খানিক দূরে কামিল মাদ্রাসা সংলগ্ন হওয়াতে দ্বীর্ঘদিন থেকে অনেকটা পরিত্যক্ত অবস্থায় আন্ত:জেলার বাস ঘুরানেরা জায়গা অথবা ধুয়েমুছে বিভিন্ন ধরনের যানবাহন রাখার স্থান আবার কখনো নদীর কাজের ঠিকাদারের ব্লক বানানোর স্থান আবার কখনো সড়কের ঠিকাদারদের মালামাল রাখার স্থান হিসেবে ব্যবহার হয়ে আসছিল দ্বীর্ঘদিন থেকে। যাতে প্রায়শই শিশু কিশোররা খোলার সুযোগ পায়নি। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী সাহসী পদক্ষেপ নিয়ে মাঠটিকে করেন আধুনিকরণ। মাঠ থেকে পাথর, ইটের খোয়া পরিষ্কার করেন বালি ফেলে মাঠের উচ নিচু সমান করার ব্যবস্থা গ্রহন করেন। এরপর কাজ শুরু করেন মাঠের চারপাশে পাঁয়ে হাঁটার ওয়াকওয়ে তার উপরের অংশে ফুলের বাগান নির্মানের।

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নানান উন্নয়ন কাজ করে তৈরি করা হয়েছে একটি আধুনিক খেলার মাঠ ও প্রভাতের শরীর চর্চার উত্তম স্থান। মাঠের দুই প্রান্তে দুটি গেট নির্মাণ করায় ফলে বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত।

পৌর সূত্রে জানা যায়, পৌরসভার তহবিল হতে স্কুল মাঠের উন্নয়নে ২৮ লক্ষ ৫৩ হাজার ৯শত টাকা বরাদ্দ দিয়ে দরপত্র আহ্বান করলে কাজ পায় মেসার্স জোবায়দা ট্রেডার্স। ২০২৩ সালে কাজটি বাস্তবায়নের কথা থাকলেও নির্মাণ উপকরণের উর্ধ্বমূখী দর সহ নানান প্রতিবন্ধকতায় যথাসময়ে কাজটি শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

দশম শ্রেণীর শিক্ষার্থী জ্বীহাদ, সাকিব সহ অনেকে জানান, আমরা আগে পাথর ও ইটের কণার কারণে খেলাধুলা করতে মারাত্নক অসুবিধা হতো। উপজেলা প্রশাসন পাথর ও ইটের কণা বাছাই করে তুলে দেয়ায় এবং চারপাশে দেয়াল দেয়ায় এখন মাঠটি সম্পূর্ণ সুরক্ষিত। আমরা এখন প্রতিদিন মাঠে খেলাধুলা করতে পারছি। এজন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই।

প্রধান শিক্ষক বদরুল আলম বলেন, ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী বিভাগীয় কমিশনার স্যারের কাছ থেকে বরাদ্দ নিয়ে অনেকটা পরিত্যক্ত ময়লার ভাগাড়ের মত স্কুল মাঠকে খেলাধুলার উপযোগী করে তুলেন। উপজেলা নির্বাহী অফিসার স্কুলের সভাপতি। তিনি স্বংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে স্কুল মাঠের ব্যাপক উন্নয়ন সাধন করেন। এ জন্য আমরা স্যারকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান, স্কুলের মাঠটিতে পরিকল্পিত ওয়াকওয়ে, ফুল বাগান এবং চারপাশে সুরক্ষা দেয়াল দেয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী যারপরনাই খুশী। এ সকল উন্নয়ন কাজের কারণে শিশু-কিশোররা আরো নিরাপদে খেলাধুলা করতে পারবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর বিচারের দাবিতে রামগঞ্জে মানববন্ধন

হোসেনপুরে চুরির অপবাদে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

পাকুন্দিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকি পালিত

ইটনায় গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

রামগতিতে জয়ীতাদের সম্মাননা প্রদান

ভূমিহীনদের গণপিটুনিতে গুরুতর আহত আন্ত:জেলা ডাকাত সর্দার তেলি আবদুর রব সহ চার সহযোগী

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অষ্টগ্রামে দোয়া ও ইফতার মাহফিল

কমলনগরে ১কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আটক-১

কমলনগরে অটোরিক্সা চার্জের বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

রামগতিতে ফার্মেসী মালিকদের “সিন্ডিকেট বাণিজ্য” শিরোনামে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে