মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কূলব্যাগ বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও দেশীয় ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।
রবিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ এ স্কুলব্যাগ বিতরণ ও বৃক্ষ রোপনের উদ্বোধন করেন।
বৃক্ষ রোপনের প্রথম দিনে তিনি নয়টি প্রাথমিক বিদ্যালয়ে ঔষধি ও দেশীয় ফলজ বৃক্ষ রোপন করেন ও দুইটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করেন।
এসময় উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আমিন উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর ও এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী আল-আমিন উপস্থিত ছিলেন।
Please follow and like us: