মো. তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জেলার ইটনা উপজেলায় সরকারি ভাবে অভ্যন্তরীণ বোর ধান সংগ্রহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান ভার্চুয়ালী যুক্ত হয়ে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।
এবছর ইটনা উপজেলা কৃষকের কাছ থেকে দুই হাজার ঊনত্রিশ মেট্টিক টন ধান খরিদ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এতে প্রতি মন ধানের মূল্য পরবে ১৪৪০ টাকা।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা ইটনা আবু বকর সিদ্দিক, ইটনা থানা অফিসার ইনচার্জ জাফর ইকবাল, ইটনা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা এলএসডি অফিসের অফিসের কর্মকর্তা কর্মচারী, মাঠ পর্যায়ের কৃষক ও স্থানীয় সাংবাদিকগণ।