মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জামিয়া ইসলামীয়া কলাকোপা মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসা এতিমখানা ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও ইসলামীয়া হজ্জ কাফেলার চেয়ারম্যান, মাওলানা মিয়া মো. ইলিয়াসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের রামগতি পৌর আমির মাওলানা আবুল খায়ের, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়ার সহ সভাপতি মাওলানা হুমায়ূন কবির, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, রামগতি প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম, ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা আকতার হোছাইন ও নায়েবে মোহতামিম মাওলানা আবদুস সাত্তার।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা ছাইফ উল্লাহ হেলাল, সাধারণ সম্পাদক মো. ফয়েজ, জামাল উদ্দিন, কলাকোপা ইসলামীয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা হাছান, জমিদার হাট মসজিদের ইমাম মাওলানা আলা উদ্দিন, সদস্য মিয়া মো. রিয়াজ ও মাওলানা ওমর ফারুকসহ প্রমূখ।
শত বছরের পুরনো জামিয়া ইসলামীয়া কলাকোপা মাদ্রাসা বৃহত্তর রামগতি উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। শুরু থেকে এ প্রতিষ্ঠান শুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। এ সময় বক্তারা অতিতের মত মাদ্রাসার শুনাম রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার পাশে থাকার আহবান জানান।