মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে স্থানীয় জামে মসজিদের মুয়াজ্জিন জিহাদুর রহমান বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ভূক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করলে তাৎক্ষনিক অভিযানে অভিযুক্ত মুয়াজ্জিনকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজাল গ্রামের কারিগো গোজা জামে মসজিদের মুয়াজ্জিনের থাকার ঘরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জিহাদুর রহমান (২২) ওই মসজিদের মুয়াজ্জিন এবং স্থানীয় নুরানি মাদ্রাসার শিক্ষক। সে নোয়াখালী জেলার চর জব্বার থানার উত্তর চর বাগ্যা গ্রামের মো. মমিনের ছেলে। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন ঘটনাটি নিশ্চিত করেন।
ভূক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা যায়, ভূক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার ২য় জামাতের শিক্ষার্থী। ঘটনার দিন মাদ্রাসা ছুটি হওয়ার পর অভিযুক্ত মুয়াজ্জিন তার খাওয়ার প্লেট ধোয়ার কথা বলে শিশুটিকে তার রুমে ডেকে নেয়। রুমে নিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ঠোঁটে কামড় দেয়। একপর্যায়ে খাটে শোয়াইয়া শরীরের পোষাক খুলে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে তখন মুয়াজ্জিন তাকে ছেড়ে দেয়।
আরো জানা যায়, ঘটনার পরদিন ২৩ এপ্রিল শিশুটিকে তার মা মাদ্রাসায় যেতে বললে সে যেতে অস্বীকৃতি জানায় এবং কান্নাকাটি শুরু করে এবং শিশুটি ঘটনার বিস্তারিত তার মাকে বলে। এর আগেও মুয়াজ্জিন শিশুটিকে তার রুমে অনেকবার স্পর্শকাতর জায়গায় হাত দেয় বলে শিশু জানায়।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ভূক্তভোগী শিশুর মা বাদি হয়ে অভিযুক্ত মুয়াজ্জিন জিহাদুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে।