১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৩৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

মাছ ধরা ট্রলারের তেল চুরির অপবাদে শ্রমিককে মারধর, পরিবার থেকে বিকাশে টাকা নিয়ে মেলে মুক্তি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৪, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির মো. হোসেন (৫৫) নামে কক্সবাজারে সমুদ্রে মাছ শিকারি একটি ট্রলারের এক জেলেকে ট্রলারের জ্বালানি তেল (ডিজেল) চুরি করে বিক্রি করার অপবাদ দিয়ে মারধর ও নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। পরে পরিবার থেকে একাধিক বিকাশ নম্বরে টাকা নিয়ে দিলে প্রাণে মুক্তি মেলে ওই জেলের। গত ২২ মার্চ রাতে কক্সবাজার জেলার খোরশকুল নুন্নারছড়া এলাকার নদীর তীরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জেলে মো. হোসেন (৫৫) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি সোহেল কোম্পানির ট্রলারের ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।

অন্যদিকে অভিযুক্ত মো. সোহেল কক্সবাজার জেলার স্থানীয় খোরশকুল নুন্নারছড়া এলাকার বাসিন্দা ও সমুদ্রে মাছ শিকারি একাধিক ট্রলারের মালিক। তিনি ওই এলাকায় সোহেল কোম্পানি হিসেবে পরিচিত।

ঘটনার পর থেকে ভুক্তভোগী মো. হোসেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার সকালে স্থানীয় একটি পত্রিকা অফিসে এসে সাংবাদিকদের কাছে এমনি অভিযোগ তুলে ধরেন। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত মো. সোহেলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তিনি ।

ভুক্তভোগী মো. হোসেন জানান, বিগত ৯ মাস আগে কক্সবাজারের স্থানীয় নুন্নারছড়া এলাকার মৎস ব্যবসায়ী ও সমুদ্রে মাছ ধরা একাধিক ট্রলারের মালিক সোহেল কোম্পানির একটি ট্রলারের ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কাজ নেন তিনি। ওই ট্রলারে ইঞ্জিন মিস্ত্রি হিসেবে ৯ মাস কাজ করার বিপরীতে ২ লক্ষ টাকা চুক্তি হয় তার । চুক্তি অনুযায়ী সাড়ে সাত মাস কাজ শেষে মালিক সোহেল তাকে ১ লক্ষ টাকা প্রদান করেন। এরইমধ্যে গত (২২ মার্চে) রাতে হঠাৎ ট্রলারের তেল চুরি করার অপবাদ দিয়ে মালিক সোহেল ও তার লোকজন মিলে তাকে রশ্মিতে বেধে বেধড়ক মারপিট ও নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে মুক্তিপণ হিসেবে তার থেকে দুই লাখ টাকা দাবি করা হয় । দাবি অনুযায়ী টাকা না পেলে সোহেল কোম্পানি তাকে প্রানে মেরে ফেলার হুমকি দেন। নিরুপায় হয়ে পূর্ব পরিচিত ও স্থানীয় খোরশকুল এলাকার এক কোম্পানির ট্রলারে ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কাজ করার শর্তে অগ্রিম এক লক্ষ টাকা নেন। ঘটনার কথা বাড়িতে পরিবারের সদস্যদের জানালে সোহেল কোম্পানি নিজস্ব কয়েকটি সিমের নম্বরে বিকাশে ৫০ হাজার টাকা পাঠায়। বেতনের পাওনা ৩০ হাজার, বিকাশের মাধ্যমে ৫০ হাজার ও নগদ ১ লাখ টাকা সহ মোট ১ লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে তাকে মুক্তি দেন সোহেল কোম্পানি।

পরে বাড়িতে ফিরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার স্থানীয় সাংবাদিকদের কাছে এসে ঘটনাটি খুলে বলেন তিনি। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, বাড়িতে খবর পাওয়ার পর তার স্ত্রী স্বামীকে উদ্ধার করতে সুদে টাকা নিয়ে বিকাশে পাঠিয়েছেন। গেল ঈদে পরিবার ও ছেলে সন্তানের জন্য কিছুই করতে পারেননি। পরিবারে একমাত্র উপার্জনকারী তিনি। অসুস্থতার কারণে বর্তমানে তাও সম্ভব হচ্ছেনা। যে কারণে অর্ধাহার আর অনাহারে দিন কাটছে পরিবারটির। এসময় টাকাগুলো ফেরত পেতে সাংবাদিক সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। ট্রলারের মালিক ও অভিযুক্ত সোহেল কোম্পানির মোবাইল ফোন নম্বরে কল করলে বিকাশে ৫০ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, ট্রলার থেকে তেল চুরির সময়ে হোসেনকে হাতেনাতে আটক করেন তিনি। পরে জিজ্ঞেসাবাধে এরআগেও একাধিকবার চুরি করে তেল বিক্রি করার কথা স্বীকার করে সে। যে কারণে ক্ষতিপুরণ হিসেবে ৫০ হাজার টাকা নিয়েছেন তিনি। তবে হোসেনকে মারধর করা হয়নি বলে দাবি তার ।

রামগতি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এবিষয়ে কেউ অভিযোগ করেনি। ভুক্তভোগীর অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পরীমণিসহ ব্যক্তিচরিত্র হননকারী সব কনটেন্ট সরাতে আইনি নোটিস

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২১ পালিত

সাবেক এমপি সিরাজুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কমলনগরে সুধীজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কমলনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১১

রামগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নান্দাইলে ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন মিনিবার ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

পাকুন্দিয়ায় তামাক বিরোধী প্রশিক্ষণ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) বিকল্পধারা মান্নান সহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

রামগতিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গণমাধ্যম কর্মীর সাথে মতবিনিময়