মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ইসরাইলের বর্বর ইহুদিরা ফিলিস্তিনে চালানো দুনিয়ার ইতিহাসের জঘণ্যতম নৃশংস গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগতিতে সকাল থেকে রাত অবধি সর্বস্তরের সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনভর দফায় দফায় বিক্ষোভে মিছিল করে চরম ক্ষোভে ফেটে পড়ে।
সর্বস্তরের বাংলাদেশীদের আয়োজনে সোমবার (৭ এপ্রিল) সকালে প্রথম বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আ স ম আবদুর রব সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাধারণ ছাত্ররা নেমে আসে রাস্তায়। বাদ মাগরিব সন্ধায় আলেকজান্ডার বাজার জামে মসজিদের সামনে থেকে তৌহিদী জনতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল বের করে। একই সময়ে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজার, হাজীগঞ্জ বাজার, রামগতির হাট, চর রমিজ ইউনিয়নের বিবিরহাট, রামদয়াল ও চর বাদাম ইউনিয়নের জমিদার হাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আয়োজনে হাজীগঞ্জ বাজারে এবং পৌর জামায়াতের আয়োজনে আলেকজান্ডার বাজার পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ মধ্য বাজার ও আলেকজান্ডার রহমানিয়া মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, সেক্রেটারী আলী মূর্তজা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জোবায়ের হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোলাম মাওলা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য ওআইসিকে দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং দোয়া মোনাজাতের পাশাপাশি সকল ইসরাইলি পণ্য বয়কটের ডাক দেন।