মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “এসো হে বৈশাখ এসো এসো” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন জনস্বাস্থ্য প্রকৌশলী তানভির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, চর গাজী প্যানেল চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, সেক্রেটারী আলী মূর্তজা, বিএনপি পৌর সভাপতি শাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক সৈয়দ মূর্তজা আল আমিন, জেএসডি যুগ্ন আহবায়ক লোকমান হোসেন বাবলু, মডেল প্রাথমিকের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় অত্যন্ত ঝাকজমকপূর্ণ ভাবে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে চিত্রাংকণ, রচনা প্রতিযোগীতা, পহেলা বৈশাখের দিন বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭দিন ব্যাপী লোকজ মেলা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।