মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে একটি কল্যাণময় সমাজ, রাষ্ট্র বিনির্মাণে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, সুধী, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি উত্তর শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকালে পৌর আলেকজান্ডার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হাসপাতাল সংলগ্ন ইলিশ বাড়ি রেস্তোরায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামী আন্দোলন উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা কামাল উদ্দিন তাহেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পীর সাহেব কমলনগর ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন রামগতি উত্তর শাখার সাবেক সভাপতি মুফতি হারুনুর রশীদ, লক্ষ্মীপুর জেলা শাখার মুজাহিদ কমিটির সেক্রেটারী মুফতি মুহাম্মদ শরীফুল ইসলাম, রামগতির সাবেক সাংসদ এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, সেক্রেটারী আলী মুর্তজা, উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা জাফর আহাম্মদ, ইসলামী আন্দোলন উপজেলা সেক্রেটারী মাওলানা শাহাদাত হোসাইন জামিল, জেএসডি সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সাংবাদিক রেজাউল হক, সাংবাদিক সারোয়ার মিরন, ছাত্র সমন্বয়ক লিমন, আদনান, শামীম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব কমলনগর ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেন, পবিত্র মাহে রামাদান মুসলমানদের জীবনে আমুল পরিবর্তনের সময়। রহমত, মাগফিরাত ও নাযাতের মাস রমজান। তাই এ মাসে মুসলমানদের মুক্তির জন্য মহান আল্লাহর কাছে আমরা বেশী বেশী ইবাদত করতে হবে। ফিলিস্তিনের মুসলমানদের এ বিপর্যয় থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। পাশাপাশি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য জ্বীহাদ করতে হবে।