প্রেসবিজ্ঞপ্তি: ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে মাইজভান্ডারী যুব ফোরামের উদ্যোগে কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে মাইজভান্ডারী যুব ফোরামের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাইজভান্ডারী যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর আল মাইজভান্ডারী (মা. জি. আ.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফোরামের বিভিন্ন স্তরের সম্পাদক, সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
ফোরামের ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক এম এয়াকুব আলী বাদশাহ এর সঞ্চালনায় পরিচালিত মাহফিলে মিলাদ-কেয়াম পরিচালনা করেন ফটিকছড়ি শাখার সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইকরাম উদ্দিন এবং দোয়া-মুনাজাত পরিচালনা করেন শানে গাউছুল আজম মাইজভান্ডারী ওলামা পরিষদের সম্মানিত মহাসচিব, জি এ আর ফাউন্ডেশনের পরিচালক মাওলানা শায়েস্তা খান আল আজহারী।
Please follow and like us: