মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর এসইউএম রুহুল আমীন ভুঁইয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় উনার সুস্থতা কামনায় পৌর জামায়াতের উদ্যেগে দোয়া আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টায় পৌর আলেকজান্ডার বাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি মাওলানা জাফর আহাম্মদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মাওলা, পৌর ৮ নং ওয়ার্ড সভাপতি মাস্টার আবদুল কাদির, সেক্রেটারি হাফেজ মাওলানা মাইন উদ্দিন আজাদ, তালিমুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুনির হোসাইন, পৌর ৭ নং ওয়ার্ড দায়িত্বশীল এসএম শরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা জাফর আহাম্মদ।
Please follow and like us: