১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১০:০৮ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

হোসেনপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ৪, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “তোমার আমার বাংলাদেশে; ভোট দিব মিলেমিশে” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে ৭ ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১ টায় হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিযদ মাঠ থেকে র‍্যালীটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে র‍্যালী উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার উসমান গণি।

তিনি জানান, এ বছর এ উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌর এলাকা থেকে নতুন ভোটার হয়েছেন ৭ হাজার১১ জন। যার মধ্যে মহিলা ভোটারই রয়েছেন ৪ হাজার ২৭৯ জন ও পুরুষ ভোটার ২ হাজার ৭৩২ জন। যা মহিলা ভোটারের প্রায় অর্ধেক। এছাড়াও সব মিলিয়ে মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৬৩৯ জন। নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, জাতীয় সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, জাতীয় সংসদ নির্বাচন শেষে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন এ চারটি কাজই নির্বাচন কমিশন করে থাকেন।

ইউএনও কাজী নাহিদ ইভা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সুন্দর নির্বাচনের পূর্ব হিসেবে প্রস্তুতি হিসেবে প্রতি বছরই এ ভোটার দিবস পালন করা হয়। তিনি এ সময় একটি সুষ্ঠ সুন্দুর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উজ্জ্বল হোসাইন বলেন; সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন পর্যাপ্ত পুলিশ প্রশাসন। যা আমাদের দেশে প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। যে জন্য সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা খুবই কঠিন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিমন বোস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দফতরের প্রধান, শিক্ষার্থী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা