মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর রমিজ ইউনিয়নের পূর্ব মেহার আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বোর্ড মনোনীত সভাপতি হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. রিয়াজ উদ্দিন।
সূত্রে জানা যায়, পূর্ব মেহার আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি না থাকায় এডহক কমিটি অনুমোদন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। গত ১১ ফেব্রুয়ারী শিক্ষা বোর্ড থেকে স্কুল ম্যানেজিং কমিটি গঠন প্রবিধানমালা ২০২৪ এর ৬৪(১০) ধারা অনুসারে বোর্ড মনোনীত মো: রিয়াজ উদ্দিকে সভাপতি, পদাধিকার বলে প্রধান শিক্ষককে সদস্য সচিব, জেলা শিক্ষা অফিসার মনোনীত মো: মনিরুজ্জামান ইলিয়াছকে শিক্ষক প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী অফিসার মনোনীত মো. মিজানুর রহমানকে অভিভাবক প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করে বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করে স্মারক চিঠি প্রেরণ করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক।
রিয়াজ সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
অপরদিকে রিয়াজকে সভাপতি পদে মনোনীত করাকে নিয়ে স্কুলে গিয়ে মহড়া, বিভিন্ন ধরনের হুমকি ধমকি, সন্ত্রাসীদের আচরণ সহ নানা ধরনের ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে অপর সভাপতি প্রার্থী জহির উদ্দিন বাবর সহ স্থানীয় কতিপয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।
জানা যায়, মাধ্যমিক বিদ্যালয়টিতে অভিভাবক কমিটি গঠনের নিমিত্তে স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন তিনজনের নাম প্রস্তাব করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পত্র প্রেরণ করেন। পরে বোর্ড যাছাই বাছাই করে মো. রিয়াজ উদ্দিনকে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করে আদেশ প্রদান করে।
কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান চররমিজ ইউনিয়ন বিএনপি সভাপতি জহির উদ্দিন বাবর। বিভিন্ন সময়ে জহির লোকজন সমেত স্কুলে গিয়ে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের নানা ভাবে হুমকি ধমকি দিতে থাকে। স্কুল এলাকায় লোক জড়ো করে মহড়া দেয় সে। এতে করে শিক্ষকবৃন্দ এবং এডহক কমিটির সদস্যবৃন্দ আইন-শৃংখলা অবনতির আশংকায় কোন ধরনের সভা করতে পারছেনা ফলে ব্যাহত হচ্ছে স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
প্রধান শিক্ষক ইয়ার মাহমুদ জানান, বোর্ডের এডহক কমিটি অনুমোদনের ছিঠি পেয়েছি তবে স্থানীয় ভাবে বিএনপি নেতা জহির উদ্দিন বাবর নানা ভাবে হুমকি ধমকি ও মানুষজন নিয়ে মহড়া দেয়ায় আমরা খুব আতংক উৎকন্ঠার মধ্যে আছি। এ বিষয়ে উর্ধ¦তন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
স্কুল সভাপতি রিয়াজ বলেন, বোর্ড আমাকে মনোনয়ন দিয়েছে তাই আমি এখন বৈধ সভাপতি। কে কি বলল তাতে কিছু যায় আসেনা।
জহির উদ্দিন বাবরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি হুমকি ধমকি দেয়ার বিষয়টি অস্বীকার করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন বলেন, বোর্ড থেকে রিয়াজকে সভাপতি করে ছিঠি দেয়া হয়েছে এখন যা হচ্ছে তা প্রধান শিক্ষক ভাল বলতে পারবেন।