মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর রমিজ ইউনিয়নের চর মেহার গ্রামের মো. সাইফুল ইসলাম রিদয় ফেনী শহরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) ফেনীর মোহাম্মদীয়া বাজারে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
জানাযায় রিদয় ফেনী শহরে একটি বেকারীতে চাকরী করতেন। সকালে কর্মস্থল বেকারীতে যাওয়ার জন্য মোহাম্মদ আলী বাজারে যাওয়ার পর সেখানে বিপরীত থেকে আসা একটি লাশবাহী ফ্রিজার ভ্যানের নীচে চাপা পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘাতক ফ্রিজার ভ্যানটি আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
স্বজনরা রিদয়ের মৃত্যুর খবর পেয়ে ফেনী হাসপাতাল থেকে তার লাশ এলাকায় নিয়ে এসে পারিবারিক কবরস্থানে দাফন করে।
নিহতের ছোট ভাই মাকছুদের রহমান জানান, আমার ভাই রিদয় ফেনীতে একটি বেকারীতে চাকরী করতেন। সে কাজে যাওয়ার সময় স্থানীয় মোহাম্মদপুর বাজারে রাস্তা পারাপারের সময় একটি লাশবাহী ফ্রিজারভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা লাশ নিয়ে এসে পারিবারিক কবরস্থানে দাফন করি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার জানান, রিদয় আমাদের ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর মেহার গ্রামের মো. মোছলেহ উদ্দিনের ছেলে। সে ফেনীতে একটি বেকারীতে চাকরী করতো। ঘটনার দিন সে সড়ক দূর্ঘটনায় নিহত হন। পরে পরিবারের লোকজন তার লাশ এলাকায় নিয়ে এসে জানাযা শেষে পারিবারিক কবরস্থ]নে দাফন করে।
নিহত রিদয়ের এক বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।