মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে ধারন করে লক্ষ্মীপুরের রামগতিতে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। গত ১ জানুয়ারি-২০২৫ থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারী পর্যান্ত চিত্রাংকন, দেয়ালিকা-চিত্র প্রদর্শনী, কবিতা আবৃতি ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার প্রতিযোগিতা শেষে ১৯ শে ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা সম্মেলন হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র সাহেদ আলী পটু, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌর বিএনপি’র সদস্য সচিব সৈয়দ মুর্তুজা আল আমিন, জেএসডি’র সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন বাবলু, আলেকজান্ডার কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দিদার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রূপাঞ্জলী কর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান, লক্ষ্মীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহবায়ক তাসনীম আলম আদনান, সদস্য মিনহাজুল ইসলাম রাজু।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রধান ও প্রতিনিধিগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা। প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক এবং উপজেলা ও পৌরসভা পর্যায়ের প্রতিযোগিরা অংশ নেন। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারিগণ অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন।
প্রায় মাসাধিকাল ধরে চলা তারুণ্যের উৎসবে নানা বর্নাঢ্য কর্মসূচী শেষে সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানের গৃহিত কর্মসূচী।