মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় নুহা আক্তার (৮) নামে ২য় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্বপাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত নুহা আক্তার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডিয়াল স্কুলের ২য় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সুত্রে জানা যায় গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় গোবিন্দপুর চৌরাস্তাগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us: