১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:২৭ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে জেলেদের জীবনমান উন্নয়নে নির্মাণ হচ্ছে ফিস ল্যান্ডিং সেন্টার ও মাছ বাজার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বিশ্বব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে জেলেদের জীবনমান উন্নয়নে সরকার, জমির মালিক ও জেলে সমিতির ত্রি-পক্ষীয় চুক্তির মাধ্যমে নির্মাণ হচ্ছে সেন্টার খাল ফিস ল্যান্ডিং সেন্টার ও আধুনিক মাছ বাজার। যার নির্মাণ শেষ হলে এ অঞ্চলের অর্থনৈতিক-সামাজিক এবং জেলেদের জীবনমান উন্নয়নে রাখবে বিশাল ভূমিকা।

উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সেন্টারখাল মাছ ঘাটে নির্মিত হচ্ছে এ ফিস ল্যান্ডিং সেন্টার এবং পৌর আলেকজান্ডার বাজারে একই প্রকল্পের অধীনে নির্মিত হবে আধুনিক সুবিধা সম্বলিত মাছ বাজার।

জানা যায়, সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতাধীন নির্মিত হচ্ছে আধুনিক ফিস ল্যান্ডিং সেন্টার ও মাছ বাজার। কাজটি দেখভালের দায়িত্বে রয়েছে কনসালটেন্সি ফার্ম জেপিজে-কাইও-জেসিএল জয়েন্ট ভেঞ্চার। সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান এসএসএল এন্ড জেবি। প্রকল্পটি ২০২৪ সালের শুরু করে ২০২৫ নির্মাণ কাজ বাস্তবায়ন শেষে হস্তান্তরের কথা রয়েছে।

সরজমিন, দেখা যায় কাজের বেশীরভাগ সম্পন্ন হয়েছে। মূল কাঠামোর কাজ প্রায় শেষ পর্যায়ে। কাজের শুরুতে মালামাল সাইটে নেয়া, রাস্তা সংস্কার, মালামাল সুরক্ষা দিতে যথেষ্ট বেগ হতে হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানকে। বিরুপ আবহাওয়ায় নদীতে পাথর বোঝাই কার্গো ডুবে নদীতে পাথর পড়ে গিয়ে বেশ ক্ষয়ক্ষতির মূখে পড়ে ঠিকাদার। এছাড়া বৃষ্টিতে বিপুল পরিমাণের বালি চলে যায় নদীতে এবং নষ্ট হয়ে যায় কয়েকশ বস্তা সিমেন্ট। সমস্ত প্রতিকূলতাকে ডিঙিয়ে এখন কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এজন্য এলাকাবাসী যারপরনাই খুশী।

স্থানীয় ইয়াছিন মাঝি সহ অনেকে জানান, মৎস্য অবতরণ কেন্দ্রের কাজ দ্রুত শেষ হচ্ছে এ জন্য আমরা দরিয়া পাড়ের সবাই খুশী। নদীতে মাছ ধরে এখানে অত্যন্ত সুন্দর নিরিবিলি ভাবে কোন ধরনের ঝামেলা ছাড়া মাছ বিক্রি করতে পারবো।

এ বিষয়ে কনসালটেন্সি ফার্মের প্রকৌশলী মো. ইয়াছিন জানান, কাজটি বাস্তবায়নে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। পরিবেশ প্রতিবন্ধকতা, প্রকল্প সাইটে মালামাল নেয়া সহ অন্যান্য সমস্যাগুলো কাটিয়ে ইনশাল্লাহ কাজের যথেষ্ট অগ্রগতি রয়েছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা