মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়য়ারেছ মোল্লা ও পৌর ছাত্রলীগের সভাপতি আব্বাস উদ্দিন। ওয়ারেছ মোল্লাকে পৌর ৫নং ওয়ার্ডের প্রাণীসম্পদ হাসপাতালের সামনের তার নিজ বাড়ী এবং আব্বাস উদ্দিনকে পৌর ৬নং ওয়ার্ডের বানী সিনেমা হলের সামনের তার নিজ বাড়ী থেকে আটক করা হয়।
থানা সূত্রে জানান যায়, আটক পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল ওয়ারেছ মোল্লা ও পৌর ছাত্রলীগ সভাপতি আব্বাসকে লক্ষ্মীপুর সদর থানার মামলায় আটক দেখানো হয়েছে।
রামগতিথানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান বিশেষ অভিযানে তাদের দু-জনকে আটক করা হয়েছে এবং সদর থানার মামলায় আটক দেখিয়ে লক্ষ্মীপুর প্রেরণ করা হয়েছে।