মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জেলার হোসেনপুর ও পাশের ময়মনসিংহ জেলার নান্দাইল, গফরগাঁও উপজেলার উপর দিয়ে হঠাৎ শুক্রবার রাত পৌঁনে ৮টার দিকে ঝড়ে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা ও ঊঠতি আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়াছে।
হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ সোহেল রানা জানান হঠাৎ ঝড়বৃষ্টিতে জিনারী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের গাছপালা ভেংগে পল্লী বিদ্যুতের লাইন লন্ডভন্ড হয়ে পড়েছে এতে বেশ কিছু বৈদ্যুতিক পিলার ভেংগে পড়েছে ও অনেকগুলো হেলে পড়েছে। এতে করে ওইসব এলাকায় বিদ্যুত লাইন মেরামত করতে ঠিকাদার ও বিদ্যুত অফিসের লোকজন কাজ করছে; যা মেরামত করতে সময় লাগবে।
এদিকে ঝড়ের কবলে উঠতি আমন ফসল হেলে পড়েছে এতে ফলন বিপর্যয়ের কথা জানান, জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের কৃষক শাখাওয়াত হোসেন, হীরা মিয়া, নুরুল আমিন, মনো মিয়া, হলিমা গ্রামের কৃষক মো. সিরাজ উদ্দিন, মো. খাইরুল ইসলাম, ডাকুরিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম সহ অনেকেই।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির জানান, প্রাকৃতিক দুর্যোগে আমাদেরতো হাত নেই, হেলে পড়া জমিতে ফলন কিছু কম হওয়ারই সম্ভাবনা রয়েছে; সরকারি প্রণোদনা আসলে এসকল কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন।